,ধারণ একজন মানুষের বাসা, উনি যেই দেশের নাগরিক সেই দেশে জানালা খোলার পর দেখবেন ডলফিন সুইমিং করছে, এতো ঠান্ডা নীল রঙের সুন্দর পরিষ্কার পানি আপনার খেতে মন চাইবে,সবচেয়ে বেশি অবাক করা হিস্ট্রি আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে এই দেশে পা রাখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক সময় হ্যা করে তাকিয়ে থাকিবেন, আপনি বলবেন আরে আমি ১৯৮০ সালে কীভাবে আসলাম, এখানে ৯০ পার্সেন্ট বিল্ডিং ৫০০ বছরের পুরনো, এবং এই গুলো বিল্ডিংয়ের ডিজাইন রাজপ্রাসাদের মতো এবং ভিতরে রয়েল স্টাইল সবগুলো বিল্ডিং। এবং সবচেয়ে পুরনো মডেলের রোলস রয়েস,বিএম ডাব্লিউ,ফেরারি, আপনি বলবেন আমি কোথায় আসলে এই এখানে গাড়ি তো জাদুঘরে থাকার কথা। এখানে হাজার হাজার গাড়ি দিয়ে সাজানো তাদের শহর। এই শহরের দৃশ্য আপনি কোথায় দেখেন জানেন, আপনি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সেরা মুভি ( হ্যারি পটারে যে প্রকৃতি দেখেছেন অনেক টা এই রকম, আমি জোর দিয়ে বলতে পারি এই গ্রুপের ৪০ পার্সেন্ট মানুষ এই দেশের নাম টাই জানে না বা এই জায়গা সম্পর্কে ধারণা নেই,, আপনার সময় থাকলে আমার সম্পুর্ন লিখা পড়েন এবং একটা বিউটিফুল কান্ট্রি সম্পর্কে জানেন, এটা আমার কাছে অবাক লাগে এর, দক্ষিণে( মার্কিনযুক্তরাষ্ট্র) পূর্বে( হাইতি) পশ্চিমে মেক্সিকো, উত্তরে জামাইকা, আর মাঝখানে যে দেশের কথা বলছি সেটা হলো, (রিপাবলিক অফ (কিউবা) কেউ কিছু মনে করবেন না, আমি ছেলে দের বলছি এখানে যদি ট্যুরে যাও তাহলে একদম ফ্রেশ তামাক কিনতে পারবে,এই দেশের পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ভালো তামাক, ইউনাইটেড স্টেড অফ আমেরিকার, মেক্সিকো, স্পেনে, কানাডা, এক কথায় পুরো ইউরোপীয়ান এই দেশের তামাক ব্যাবহার করে।সেখানে আপনি ডিফরেন্ট ডিফরেন্ট সিগারেট পাবেন, যা আর কোথায় পাবেন না, ,। এই দেশের ওয়েদার নরমাল,তীব্র রোদ ও নয় আবার তীব্র ঠান্ডা ও নয়। মাঝে মাঝে তুষারপাত ও হয়,। চারদিকে সমুদ্র,। এখানের মানুষ অনেক কুসংস্কার মানে। ট্যুরিস্ট দের এক কথায় জামাই আদর করে,। এখানের হোটেলের ভাড়া সিলসিলা থেকে ও কম। রাস্তায় গান করে, (হাভানা) কিউবার (রাজধানী) বানিজ্যিক সমুদ্র বন্দর। কিউবার সরকারি ভাষা স্পেনিশ, যদিও তারা স্পেনের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ৬০ পার্সেন্ট খ্রিস্টান, এবং বাকী নাস্তিক। আমি বলবো আপনি জীবনে একবার হলে ও কিউবা ভ্রমণ করেন,


0 Comments:
Post a Comment