আলাউদ্দিন খিলজির সাহস এমন ছিল যে একবার মঙ্গোল প্রধান ওলজেতু খান একদল মঙ্গোলকে আলাউদ্দিন খিলজির দরবারে পাঠান এবং তাদের দাবি ছিল যে আলাউদ্দিন খিলজি তার রাজকন্যাকে তাদের হাতে তুলে দেবেন, কারণ মঙ্গোল প্রধান তার রাজকন্যাকে তার স্ত্রী বানাতে চেয়েছিলেন। তখন আলাউদ্দিন খিলজি এমনভাবে জবাব দেন যে তাঁর দরবারে আসা 18টি মঙ্গোলের মাথা হাতির পায়ে পিষ্ট হয়ে যায় এবং মঙ্গোলদের কাছে এই বার্তা পাঠানো হয় যে এটি আলাউদ্দিনের উত্তর।
এর পর মঙ্গোলরা ভারতের দিকে মুখ ফেরানোর সাহস করেনি। এটা সত্য যে সে সময় মঙ্গোলদের চেয়ে বর্বর আর কেউ ছিল না। তারা সমগ্র এশিয়াকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু ভারতে এসে তাদের আলাউদ্দিন খিলজি ও তার সাহসী সেনাপতি জাফরের মুখোমুখি হতে হয়। এরাই ছিলেন সেই সেনাপতি যারা সারাজীবন মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারা মঙ্গোলদের তাড়িয়ে না দিলে এখানকার ইতিহাস ও ভূগোল অন্যরকম হতো
0 Comments:
Post a Comment