সবসময় রাস্তায় দেখবেন রিক্সা ড্রাইবারকে এই রিক্সা অথবা মুখ দিয়ে শীষ দিয়ে ডাকে।
কিন্তূ কখনো দেখেছেন কি প্লেন কে কেউ এই বিমান নতুবা শীষ দিয়ে ডাক দেয়?
বরঞ্চ এয়ারপোর্টে দুই ঘন্টা আগে গিয়ে অপেক্ষা করতে হয়।
জানেন কি একটা রিক্সা বানাতে এক দিন সময় লাগে, কিন্তু একটা বিমান বানাতে এক বছর সময় লাগে।
আজকে নিজেকে বানাতে যদি সময় লাগে ভয় পাবার কিছু নাই। যেদিন সফল হয়ে যাবেন সেদিন অন্যরা আপনার সাক্ষাতের জন্য দুই ঘন্টা আগে থেকেই অপেক্ষা করবে ইনশা আল্লাহ, এজন্য ভয় পাবে না কারণ, বড় কিছু হতে হলে সময় লাগবে।
আঁধারে ভয় পেয়োনা
আলো আছে আড়ালে।
অন্ধকার পালিয়ে যাবে
তুমি উঠে দাঁড়ালে।
সো জ্বলে উঠুন আপন শক্তিতে
0 Comments:
Post a Comment