মনের মাঝে উন্মোচিত শক্তি যিনি জাগ্রত করতে পারেন, তিনিই ব্যাতিক্রম।
যার এক্টিভিটিস যত ভালো, তার বিজনেস তত ভালো, সফলতা তাকেই ধরা দেয় যিনি অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখেন..!
সফলতা কোনো হাতের মোয়া না, কেউ কাউকে গিফট করবে, এটা হাজারো ঘাত, প্রতিঘাত ও সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করে নিতে হয়।
ব্যার্থতা কে ব্যার্থ করে ছিনিয়ে আনতে হয় সফলতা।
মানুষ তার স্বপ্নের সমান বড়, চেষ্টার সমান যোগ্য।
আপনি যত বেশি শুনবেন,বোঝার চেষ্টা করবেন, তার তত বেশি অভিজ্ঞতা অর্জন হবে,
(Practics make a man perfect)
তিক্ত অভিজ্ঞতাই আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা...
নির্দিষ্টভাবে সুপরিকল্পনার সহিত কাজ করুন, সফলতা শুধুই সময়ের ব্যাপার মাত্র।
0 Comments:
Post a Comment